আজ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের নদীপাড় এলাকায় এক জোড়া তরুণ-তরুণীর গতিবিধি সন্দেহজনক মনে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টহল টিম তাদের জিজ্ঞাসাবাদে এগিয়ে যায়। এসময় আচমকা তাদের ওপর চড়াও হয় ওই তরুণ-তরুণী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছেলেটি হঠাৎ মেয়েটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করতে সক্ষম হন। আটকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে ২ নম্বর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য জানান, “সাধারণ জিজ্ঞাসাবাদের সময় এমন আচরণ খুবই অস্বাভাবিক। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।