1. live@dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ : দৈনিক বাংলার কন্ঠ
  2. info@www.dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে জয়নুল আবেদীন পার্ক থেকে ছেলে মেয়ে ২ জন গ্রেফতার ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

আজ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের নদীপাড় এলাকায় এক জোড়া তরুণ-তরুণীর গতিবিধি সন্দেহজনক মনে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টহল টিম তাদের জিজ্ঞাসাবাদে এগিয়ে যায়। এসময় আচমকা তাদের ওপর চড়াও হয় ওই তরুণ-তরুণী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছেলেটি হঠাৎ মেয়েটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করতে সক্ষম হন। আটকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে ২ নম্বর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য জানান, “সাধারণ জিজ্ঞাসাবাদের সময় এমন আচরণ খুবই অস্বাভাবিক। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট