1. live@dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ : দৈনিক বাংলার কন্ঠ
  2. info@www.dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব ১৪ ময়মনসিংহের অভিযানে ৫৩০ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১(এক)। সাজা প্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম কে আটক করেছে র‍্যাব ১৪। একটি নোহা মাইক্রো সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুরি ও ছিনতাই বন্ধ করতে মানববন্ধন। সাভারে হুজুরবেশে মাদক ব্যবসা, গ্রেফতার ১(এক)। ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ এর অভিযানে ১১০০ লিটার মদ উদ্বার ১৫ জন গ্রেফতার। ময়মনসিংহের গৌরীপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার। চট্রগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র দায়িত্ব নিলেন তারেক রহমান। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি, বন্যার আশংকা। ময়মনসিংহে সড়ক ব্লকেড কর্মসূচী পালন করেছে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সাভারে হুজুরবেশে মাদক ব্যবসা, গ্রেফতার ১(এক)।

মোঃ মুনসুর আলী স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে মাদক ব্যবসার নতুন ফন্দি এঁটেছে মাদক ব্যবসায়ীরা। পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা এখন সুন্নতি পোশাক পড়ে হুজুরের বেশ ধরেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় এ রকমই এক হুজুরবেশী শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো: জালাল আহমেদ (৬৩)।

তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামে।

অবশেষে পুলিশের অভিযানে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েন মৃত আব্দুল আলীর ছেলে জালাল আহমেদ। যার আনুমানিক মূল্য দের লাখ টাকা।

শুক্রবার (১১ জুলাই) সকালে এর সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এসএ পরিবহনের সামনে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘হুজুরের ছদ্মবেশ ধারণ করে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। বেশ-ভূষা দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র উপায় নেই। পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী। অথচ এ বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার পাইকারি বিক্রেতা।

জিজ্ঞাসাবাদে জালাল মাদক ব্যবসার কথা অকপটে পুলিশের কাছে স্বীকার করেন।

গ্রেফতারকৃত জালাল পুলিশকে জানান, দীর্ঘদিন  ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে তিনি জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি সরবরাহ দেন।

ছদ্দবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তার দেওয়া তথ্যে আরো কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট