ঢাকার ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় অবশেষে গ্রেফতার হল শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’। শনিবার রাত আনুমানিক ২টার দিকে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাপ্পিসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন
মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক ওরফে ‘শুটার বাপ্পি’
আবু খালিদ সাইফুল্লাহ ওরফে ‘বোমা রিপন’ মো. কামরুল হাসান
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তিনটি
বিদেশি পিস্তল ছয়টি গুলিভতি ম্যাগজিন
১৫১ রাউন্ড গুলি।
ডিবি জানায়, গত ১৯ জুন রাজধানীর ফকিরাপুলে অভিযান চালানোর সময় এই তিনজন মাদককারবারি ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
ডিবি মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন—
“অভিযানে আমাদের সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া দেখান এবং অবশেষে শীর্ষ সন্ত্রাসী চক্রকে আটক করতে সক্ষম হন।”
এই গ্রেফতারের মাধ্যমে রাজধানীতে মাদক ও অস্ত্র চক্রের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলে মনে করছে ডিবি।
শেষ কথা:আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, এদের বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলাও চলমান রয়েছে।
সন্ত্রাস ও অপরাধ দমনে ডিবি’র এই সফল অভিযান নিঃসন্দেহে জনসচেতনতার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।