সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক অভিযানে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার*
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় ভিকটিমের পিতার দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ২৫ জুন ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯:১৫ ঘটিকায় বাদীর মেয়ে ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হয়। ভিকটিম স্কুলে যাওয়ার পথিমধ্যে ২নং বিবাদী কাউসার মিয়া (২৪) ভিকটিমকে ফুসলিয়ে জোরপূর্বক একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় তুলে নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ধানাধীন একটি বাজারের খালি দোকান ঘরে নিয়ে দুপুর অনুমান ১২:১৫ ঘটিকায় ভিকটিমকে ১নং আসামী মোঃ হুমায়ুন (৩০) ও ২নং আসামী মোঃ কাউসার মিয়া (২৪)দ্বয় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯, তারিখঃ ২৮/০৬/২০২৫ খ্রি. ধারা- ৭/৯(৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২৫)। ঘটনার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৮ জুন ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৮:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ২নং এজাহারনামীয় আসামী মোঃ কাউসার (২৪), পিতা- মোঃ সুলতান মিয়া, সাং-কড়ইকান্দি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।