পাংশায় পুলিশের অভিযানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় রুজু হওয়া মামলার ১১ জন আসামী গ্রেফতার করা হয়েছে। দুপুরে পাংশা থানাধীন দিঘলহাট ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পাংশা থানাধীন কসবামাজাইল ইউনিয়নের কসবামাজাইল সাকিনে বিএনপি’র সাবু গ্রুপের লোকজন বাবুর বাড়িতে একটি দলীয় আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভা প্রতিরোধের জন্য বিএনপি’র হারুন গ্রুপের হক ও মোসলেমের নেতৃত্বে কসবামাজাইল ইউনিয়নের প্রতিটি গ্রাম হতে সাবু গ্রুপের লোকজনকে সভায় আসতে বাধার সৃষ্টি করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে আহত হয়ে একাধিক।
এ ঘটনায় সাবু গ্রুপের মোঃ ছাইফুল ইসলাম মিয়া বাদী হয়ে এজাহার দায়ের করে। পরে রাজবাড়ী পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলামের নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ শাহ আলম সোহাগ সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী আনোয়ার হোসেন, শাকিব মন্ডল,শাহিন মন্ডল, ছানারুদ্দিন মন্ডল, রাকিব হোসেন সাব্বিরসহ ১১জনকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন,সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়। তার পরিপেক্ষিতে ১১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।