রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক এমপির কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন আহ্বায়কসহ ৫ জন। পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ আহম্মেদ।
ওসি দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং তাদের ১০ লাখ টাকা চাঁদা দেওয়াও হয়। এ সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।
গ্রেপ্তারকৃতদের একজন হলেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তিনি সম্মিলিত বেসকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক বলে জানা গেছে।