ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামে মো. আকরাম মিয়া (পিতা: মৃত আব্দুল মান্নান) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। গত ১৯ জুলাই রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম মিয়া গত ১৯ জুলাই রাতে খালি গায়ে ‘বাইরে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয় এবং ভালুকা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। প্রায় এক সপ্তাহ পর, ২৫ জুলাই সকালে বাড়ির পাশের জঙ্গলে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ূন কবির বলেন, “আকরাম মিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে। তার মোবাইল ফোনটি উদ্ধার করা গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।”
ঘটনাস্থল থেকে পুলিশ ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।