সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ২০ জুলাই ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৩:৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া সাকিনস্থ তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ১। আনোয়ার আলী (৪৩), ২। মোঃ সুমন মিয়া (২৬) দ্বয়‘কে ২৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১টি পিকআপ ভ্যান ও ০২টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে একই তারিখ বিকাল অনুমান সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ২০ জুলাই ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৫:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া সাকিনস্থ চাঁন মিয়া এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১। মোঃ মোস্তফা (৩৫), ২। মোঃ সাব্বির হোসেন প্রবীণ (২৪) দ্বয়‘কে ১৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০২ টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়লব্দ নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ৪০(চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।