1. live@dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ : দৈনিক বাংলার কন্ঠ
  2. info@www.dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২০ জন নিহত,উদ্বার কাজ সমাপ্ত। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই বিধ্বস্ত, বহু হতাহত, উদ্বার অভিযান চলমান। ৪০ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার, ১টি পিকআপ ভ্যান জব্দ। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে ৮ টি ভারতীয় গরু জব্দ। বি এন পির নামে কুৎসা রটিয়ে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না। ডা: বাচ্চু ময়মনসিংহের ভালুকায় মাদক ও মোটরবাইক চোরসহ ৩ জন গ্রেফতার। ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ৩ শিশু। ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ হারালেন একজন। সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জাব্দ । ৭০০( সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২০ জন নিহত,উদ্বার কাজ সমাপ্ত।

ডেস্ক রিপোর্ট, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত ও দগ্ধ হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুর ১টার পর উত্তরার হায়দার আলী ভবন নামের দোতলা অ্যাকাডেমিক ভবনে বিমানটি আছড়ে পড়ে। এই ভবনে ইংরেজি মাধ্যমের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ক্লাস চলছিল। স্কুল ছুটির সময় হওয়ায় ভবনের সামনে অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানে আগুন ধরে যায়, যা দ্রুত ভবনে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী জহিরুল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “বিমানটি মাঠে আছড়ে পড়ার পর ছেঁচড়ে ভবনে গিয়ে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।”

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন ব্যবহার করে বিমানটি উদ্ধার করা হয়। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে ৩৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), মুনতাহা (১১), নাফি (১০) এবং আরও অনেকে রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চারজনের মধ্যে দুজন—জুনায়েদ (১১) ও তানভীর আহমেদ (১৩)—মারা গেছেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, “আগুনের কারণে ভবন থেকে কেউ বের হতে পারেনি। অনেক শিক্ষার্থী ও অভিভাবক দগ্ধ হয়েছেন।” এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য।

অন্তর্বর্তী সরকার এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করে বুধবার (২৩ জুলাই) একই সময়ে ও স্থানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সফরটি হয়।

এ ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বিমানবাহিনী। তদন্ত রিপোর্ট প্রকাশের পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট