রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী বিওপির সদস্যরা শনিবার মধ্যরাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালী আচকিপাড়া এলাকায় অভিযান চালায়। একদল চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে গরুগুলো বাংলাদেশে প্রবেশ করায়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সেখানে অভিযান চালিয়ে ৮টি গরু জব্দ করে। গরুগুলোর বাজারমূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ আন্তর্জাতিক সীমানা রক্ষায় যে কোন অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে