গাজীপুরের শ্রীপুরে টানা ৪০ দিন মসজিদে এসে জামাতে নামাজ আদায়কারী কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার ১৯ জুলাই উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াৎখার চালা উত্তর পাড়া জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী ৩ জন কিশোরকে বাইসাইকেল পরস্কার প্রদান করা হয় এবং বাকিদের গিফট বক্স উপহার দেওয়া হয়।
যেখানে শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ধর্মীয় অনুশাসন পালনে উৎসাহিত করে এবং সমাজের তরুণ সমাজকে মাদক সহ অন্যান্য খারাপ কাজ থেকে দূরে রাখতে সহায়তা করে। প্রকৌশলী ইউসুফ আলী প্রধানের ব্যতিক্রম এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন এলাকাবাসী।
বাইসাইকেল বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেড অফ ইঞ্জিনিয়ারিং স্পেসজিরো লিঃ প্রকৌশলী ইউসুফ আলী প্রধান, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী প্রধান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, বাবুল আহম্মেদ, আবুল বরকত, শাহজাহান কাজী, আতিক প্রধান, আমিনুল ইসলাম ফরিদ সহ স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
১৯/০৭/২০২৫ ইং