ময়মনসিংহ চৌকস পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে একাধিক অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে তারা। অভিযানে অভিযুক্তদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও, চুরি করা একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক ও চুরি আইনে একাধিক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবীর জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”