শেরপুর জেলার শ্রীবর্দী থানার হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫)’কে আটক করেছে সিপিসি-১, র্যাব ১৪, জামালপুর
গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি.তারিখ সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক মহোদয় কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েদী নং-৭২৭১/এ নজরুল ইসলাম (৪৫) শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন বাবলাকোনা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ১২ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:৩০ ঘটিকায় সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর কোম্পানীর একটি অভিযানিক দল শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন বাবলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করে জেল পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী নজরুল ইসলাম (৪৫), পিতা- নইমুদ্দিন, সাং- বাবলাকোনা, থানা- শ্রীবর্দী, জেলা-শেরপুর‘কে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত কয়েদীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়েছে।