টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজি বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও যুবসমাজের উদ্যোগে এ
মানববন্ধনে অংশ নেন টঙ্গীর বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা নেয়ামতুল্লাহ ভূঁইয়া,রাকিব হোসেন বাপ্পিসহ নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন,মাহফুজুর রহমান হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে ছাত্র ও যুবসমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। একই সঙ্গে টঙ্গীতে পুলিশি টহল জোরদারেরও দাবি জানান তারা।