মুন্সিগঞ্জেও ফরিদপুরে মধ্যে পদ্মা নদীতে বৈরী আবহাওয়া মধ্যে সিমেট্রি ভর্তি বড় ট্রালার ডুবির ঘটনা ঘটে বলে জানা যায়। পদ্মা সেতুর নিচে নদীর মাঝামাঝি পৌঁছালে প্রচন্ড টেউ ও স্রোতের দ্বিপাক্ষিক মহনায় পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
মাল বাহী ট্রলার বাঁচার আকুতি ডাক চিৎকারের দূরে অবস্থান রত মাছ ধরার ও পাড়ারের ট্রলার গুলো এগিয়ে এসে পণ্য বাহি ট্রলারের থাকা মাঝি ও শ্রমিক
দের যথার্থ সাহায্য উদ্ধার করতে সক্ষম হয়। কয়েক লাখ টাকার মালাম ভর্তি বড় ট্রলারটি ধীরেগতিতে পদ্মার ঢেউয়ে ডুবে যায় বলে জানা যায়। এতে কেউ হতাহতো হয়নি কিন্তু শ্রমিক দের মধ্যে প্রাণে বাঁচার আকুতি ভয়ংকর ভয় সৃষ্টি হয়। ডুবে যাওয়া ট্রলারটি কয়েক কোটি টাকার মূল্যের সম্পদ বলে জানা যায়। ট্রলার ডুবির ঘটনায় বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে ট্রলার মালিক ও সিমেন্ট মালিক উভয় লোকসানের পরিমাণ জুকিতে পরল।