আশুলিয়ার ভাদাইল এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী এনামুল হকের বাসায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, পাইপ, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ এনামুলের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সন্ত্রাসীরা বাসার গেট ভেঙে প্রবেশ করে একের পর এক কক্ষ তছনছ করতে থাকে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আতঙ্কে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন, পরে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী এনামুল হক জানান,
"গত কিছুদিন ধরে একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তারা এই নৃশংস হামলা চালায়। আমার স্ত্রী-সন্তান চরম আতঙ্কে রয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।"এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনার ব্যাপারে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।