1. live@dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ : দৈনিক বাংলার কন্ঠ
  2. info@www.dainikbanglarkantho.com : দৈনিক বাংলার কন্ঠ :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে ৮ টি ভারতীয় গরু জব্দ। বি এন পির নামে কুৎসা রটিয়ে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না। ডা: বাচ্চু ময়মনসিংহের ভালুকায় মাদক ও মোটরবাইক চোরসহ ৩ জন গ্রেফতার। ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ৩ শিশু। ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ হারালেন একজন। সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জাব্দ । ৭০০( সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার । ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ এর অভিযানে তিন জন ছিনতাইকারী গ্রেফতার। নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জুলাই শহীদ ও শোক দিবস। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন আটক ।

খুলনায় জাহিদুর হত্যাকান্ডে জড়িত পাঁচ জন গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

নাজিম সরদার খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

১১ জুন ২০২৫ তারিখ কিবরিয়া হাওলাদার তার পিতা নিখোঁজ হয়েছে মর্মে হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ২২ জুন হরিণটানা থানা পুলিশ কেডিএর ময়ূর আবাসিকের ভিতরে স্টীলের ব্রীজের উত্তর পাশে ডিব্লকের প্লটে একটি লাশ পড়ে আছে মর্মে সংবাদ পায়। পুলিশ ইতোমধ্যে জিডির বাদীকে তার পরিবারের লোকজনসহ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিধেয় বস্ত্র দেখে লাশটি তার পিতা জাহিদুর হাওলাদার(৪৯), পিতা-আয়ুব আলী হাওলাদার, সাং-শোভনা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা মর্মে সনাক্ত করে। এই ঘটনায় এজাহার প্রাপ্ত হয়ে হরিণটানা থানার মামলা নং-০৬, তাং-২২/০৬/২০২৫ ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য হরিণটানা থানা এলাকা, খুলনা জেলার দাকোপ থানা এবং যশোরের বেনাপোলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১) সিরাজুল ইসলাম হৃদয় (১৯), পিতা-মোঃ সালাম মোল্লা, সাং-ভাতছালা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ২) বাপ্পী খান রায়হান চিতা (২০), পিতা-সায়েম খান, সাং-নলিয়ান (সুতারখালী), থানা-দাকোপ, জেলা-খুলনা, ৩) নাজমুল গাজী লাদেন (২৫), পিতা-বাবু গাজী, সাং-নলিয়ান (সুতারখালী), থানা-দাকোপ, জেলা-খুলনা, ৪) ইকবাল গাজী (৩০), পিতা-মোঃ ইসা গাজী, সাং-গাছগাছি, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং ৫) আসাদুল মোল্লা (২৮), পিতা-আসলাম মোল্লা, সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে ভিকটিম জাহিদ হাওলাদারের ইজিবাইক এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়ছে।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামীরা কেডিএর ময়ূর আবাসিকের ভিতরে ঘোরার কথা বলে গল্লামারী হতে ভিকটিমের ইজিবাইক রিজার্ভ ভাড়া করে। আবাসিকের ভেতরে প্রবেশ করার পর সুযোগ বুঝে জোরপূর্বক ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা প্রদান করে। তখন আসামীরা ছুরিকাঘাতের মাধ্যমে জাহিদুর হাওলাদারের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

থানার রেকর্ডপত্র যাচাই করে আসামীদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট