ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রূপা মন্ত্রীর উপদেষ্টা ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।
গত বুধবার নান্দাইল মডেল থানা পুলিশের এসআই মো: আবদুল হামিদ মিয়া নান্দাইল মডেল থানায় মামলাটি রুজু করে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও তিনজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নাম রয়েছে। এতে অভিযুক্ত সাতজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদরাসায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তরা পালিয়ে যান।
মামলায় আসামি তিন ইউপি চেয়ারম্যান হলেন- উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি